Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মা,শিশু ও প্রজনন স্বাষ্থ্য সেবা।  পরামর্শ ও সেবার জন্য আজই যোগাযোগ করুন [] পরিবার কল্যাণ সহকারী (FWA) সাথে[] জেলা সদরমেডিকেল কলেজ হাসপাতালে[] স্যাটেলাইট ক্লিনিকে[] এনজিক্লিনিক[] কমিউনিটি ক্লিনিকে[] বেসরকারী হাসপাতালে[] ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে(UH&FWC) [] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে [] মা শিশু কল্যাণ কেন্দ্রে (MCWC) উদ্দেশ্য :   মা-শিশু স্বাস্থ্য,প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের মাধ্যমে মা ও শিশু মৃত্যুহার রোধ ও জনসংখ্যা কার্যক্রম গতিশীল করা সহ সহ্স্রাব্দ উন্নয়ন(এমডিজিস)-এর কাংক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন। সেবার মান ও নির্ণয়ক : [] সকাল ৮ টা হতে ২:৩০টা পযর্ন্ত সুনিদিষ্ঠ সেবা প্রদান করা হয়।[] আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা প্রদান করা হয়।[] জরুরী সেবার জন্য সেবা কেন্দ্র সার্বক্ষনিক খোলা থাকে।[] সেবা কেন্দ্র হতে প্রদত্ত সেবা সমূহের তালিকা প্রতিটি সেবা কেন্দ্রের দেয়ালে লিপিবদ্ধ আছে।[] প্রযোজ্য ক্ষেত্রে সরকার কতৃর্ক নির্ধারিত মূল্য ব্যাতিত সকল সেবা বিনামূল্য প্রদান করা হয় যা সেবা কেন্দ্র সমূহের      দেয়ালে লিপিব্ধ আছে।[]সরবরাহ সাপেক্ষে সকল ঔষদ সেবা কেন্দ্র হতে বিনামূল্য প্রদান করা হয়।তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।[] সেবার ধরণ অনুয়ায়ী সেবা প্রদানের সময় নির্ধারিত এবং যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান নিশ্চিত করা হয়।[] সেবা কেন্দ্র সমুহ সেবা গ্রহীতার নিম্নলিখিত অধিকার সংরক্ষন করে:         = সেবা কে্দ্রে যেসব সেবা পাওয়া যায় সে সর্স্পকে তথ্য জানার অধিকার         = নিরাপদ ও ধারাবাহিক সেবা পাওয়ার অধিকার         = জরুরী প্রয়োজনে তাড়াতাড়ি সেবা পাওয়ার অধিকার         = গোপনীয়তার অধিকার